বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
  • অবকাশ যাপনে কানাডায় হিমি

    অবকাশ যাপনে কানাডায় হিমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে টেলিভিশন নাটকে অন্যতম পরিচিত ও প্রশংসিত নাম। ধারাবাহিকভাবে একাধিক সফল নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে নিলয়-হিমি জুটির নাটক মানেই দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস—এ জুটির কেমিস্ট্রি দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছে।

    অভিনয়ের পাশাপাশি হিমি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়। কাজের ব্যস্ততা কিংবা ব্যক্তিজীবনের মুহূর্ত—সবকিছুই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। 

    এবার দেখা গেল অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। অবকাশ যাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন।

    শেয়ার করা ছবিতে দেখা যায়, কানাডার বিভিন্ন জায়গায় ফটোশুট করছেন হিমি। কোথাও রোদ চশমায় তো কোথাও সেলফি তুলতে ব্যস্ত। খোলা চুলে সাদা টপস পরে মিষ্টিতে হাসিতে ঘুরে ফিরছেন তিনি।

    ছবি শেয়ার করে ক্যাপশনে হিমি লিখেছেন, ‘শিটস ক্রিক এর মতো জীবন কাটাচ্ছি।’ এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর প্রশংসা করেছেন নেটিজেনরা।

    একজন লিখেছেন, ‘হিমিও বিদেশে গেছে কিন্তু কত সুন্দর ড্রেস পরছে।’ আরেজনের কথায়, ‘চোখ গুলো অনেক অনেক সুন্দর লাগে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ