অবকাশ যাপনে কানাডায় হিমি


জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে টেলিভিশন নাটকে অন্যতম পরিচিত ও প্রশংসিত নাম। ধারাবাহিকভাবে একাধিক সফল নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে নিলয়-হিমি জুটির নাটক মানেই দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস—এ জুটির কেমিস্ট্রি দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছে।
অভিনয়ের পাশাপাশি হিমি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়। কাজের ব্যস্ততা কিংবা ব্যক্তিজীবনের মুহূর্ত—সবকিছুই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।
এবার দেখা গেল অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। অবকাশ যাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, কানাডার বিভিন্ন জায়গায় ফটোশুট করছেন হিমি। কোথাও রোদ চশমায় তো কোথাও সেলফি তুলতে ব্যস্ত। খোলা চুলে সাদা টপস পরে মিষ্টিতে হাসিতে ঘুরে ফিরছেন তিনি।
ছবি শেয়ার করে ক্যাপশনে হিমি লিখেছেন, ‘শিটস ক্রিক এর মতো জীবন কাটাচ্ছি।’ এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর প্রশংসা করেছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, ‘হিমিও বিদেশে গেছে কিন্তু কত সুন্দর ড্রেস পরছে।’ আরেজনের কথায়, ‘চোখ গুলো অনেক অনেক সুন্দর লাগে।’
