বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, আতঙ্কে স্থানান্তর মুসলিমদের বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব মব সহিংসতা ও বাড়ছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফ বিএনপি নির্বাচনকে দেখছে জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে: মির্জা ফখরুল সাদিক কায়েম ও জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া নাহিদ ইসলামের মিয়ানমারে রাজনীতিতে বড় পরিবর্তন, ডিসেম্বরে নির্বাচন সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
  • নতুন গুঞ্জনে মুখর নেটদুনিয়া: ট্রুডো-কেটি পেরি ডিনারের ভিডিও

    নতুন গুঞ্জনে মুখর নেটদুনিয়া: ট্রুডো-কেটি পেরি ডিনারের ভিডিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একসাথে নৈশভোজের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছবি ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, দুজনের মধ্যে নতুন কোনো সম্পর্ক গড়ে উঠছে। যদিও এ বিষয়ে এখনো কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে কৌতূহল ও গুঞ্জন থামছেই না।

    টিএমজেড (থার্টি মাইল জোন) এর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ তাদের একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে। 

    টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন। 

    Katy Perry and Justin Trudeau spark dating rumors after dinner date in  Montreal: Know about their previous relationships - The Economic Times

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

    বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। 

    ১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।

    অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ