সুশান্তের মৃত্যু: রিয়াকে আদালতের সমন


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সিবিআই সম্প্রতি ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে। এতে অভিনেতা রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তীকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তবে এই মামলার মূল অভিযোগকারী হিসেবে থাকায় মুম্বাইয়ের একটি আদালত রিয়ার জবাব চেয়েছে। আদালত তাকে রিপোর্টের বিরুদ্ধে আপত্তি জানাতে নির্ধারিত সময়ের মধ্যে মতামত দিতে বলেছে।
সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং রিয়ার ভূমিকা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। এবার বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে ক্লোজার রিপোর্ট নিয়ে রিয়ার প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায় পিটিআই সূত্র বলছে, এই মাসের শুরুতে এসপ্লানেড আদালতের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আর ডি চাওয়ান রিয়া চক্রবর্তীর উদ্দেশে একটি নোটিশ জারি করেন। রিয়া ওই নোটিশ পেয়েছেন কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে। তাকে ১২ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। তার পরিবার মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত শুরু করে। চলতি বছরের মার্চ মাসে সিবিআই রিপোর্ট জমা দিয়ে জানায়, সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধের প্রমাণ মেলেনি এবং রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
তবে রিয়া চক্রবর্তী শুরুতেই এই মামলায় সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা সিং ও মীতু সিং এবং ডা. তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি ছিল সুশান্তকে মানসিকভাবে অসুস্থ থাকার পরও ভুলভাবে ওষুধ সরবরাহ করা হয়েছিল এবং তার জন্য নকল প্রেসক্রিপশন ব্যবহার করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ও মাদকদ্রব্য আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়।
