থাইল্যান্ডে জনবহুল মার্কেটে গুলি, প্রাণ গেল ৬ জনের


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন, যাদের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৮ জুলাই) সকালে ব্যাংককের ব্যস্ত ‘অর তো কো’ বাজারে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় চাতুচাক মার্কেটের সন্নিকটে অবস্থিত এই বাজারে হঠাৎ এক বন্দুকধারী হামলা চালান। মুহূর্তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীকে আটক করে। হামলার মোটিভ এখনো নিশ্চিত করা না গেলেও তদন্ত চলছে।
ব্যাংককের ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। এতে তারও মৃত্যু হয়য়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী এবং একজন নারী। স্থানীয় হাসপাতাল তত্ত্বাবধানকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানায়, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন।
থাইল্যান্ডে গণহত্যা বা বন্দুক হামলার ঘটনা বিরল নয়। দেশটিতে অস্ত্র আইন শিথিল হওয়ায় আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় এ ধরনের সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
