বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে ‘গোপন বৈঠক’: নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২২ জন গ্রেপ্তার পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া বার্তা সংসদের উচ্চকক্ষ ১০০ আসনের, সদস্য মনোনয়ন হবে আনুপাতিক হারে পলিথিন ও শব্দ দূষণ রোধে জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর জুলাই সনদ দাবিতে শাহবাগ অবরোধ, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা সিটি করপোরেশন সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের
  • ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

    ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ জুলাই) সকালেই মামলার চারজন গ্রেপ্তার আসামিকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাজির করা হয়। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তারা আদালতে সব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন করবেন।

    চার হাজিরকৃত আসামি হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। এদের সবাই এর আগে অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন।

    গত ৩০ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে উঠে আসে, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। প্রতিবেদনে বলা হয়, সরাসরি গুলিচালনার সঙ্গে জড়িত ছিলেন এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। সহায়তা ও উসকানিতে যুক্ত ছিলেন প্রক্টর শরিফুল ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

    এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ জন পলাতক। গত ২২ জুলাই তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্য মামলায় গ্রেপ্তার রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত।

    আবু সাঈদ হত্যা মামলার পাশাপাশি একই দিনে ট্রাইব্যুনালে আরও দুটি আলোচিত মামলার শুনানি হয়েছে।

    আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

    সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।

    লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলা: লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন—সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

    ট্রাইব্যুনালের কার্যক্রম: তিনটি মামলার শুনানি হয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান, গাজী মোনাওয়ার হুসাইন, বি এম সুলতান মাহমুদ ও এস এম মঈনুল করিম। আসামিপক্ষে ছিলেন রাশেদুল হক খোকন ও দেলোয়ার হোসেন সোহেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন