সোমবার, ২১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের নতুন রাজনৈতিক মঞ্চ

    ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের নতুন রাজনৈতিক মঞ্চ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছেন। দলটির নাম পাকিস্তান রিপাবলিক পার্টি (Pakistan Republic Party)। নতুন এই দল গঠনের মধ্য দিয়ে রেহাম পাকিস্তানের রাজনীতিতে সরাসরি সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিলেন।

    গতকাল মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষনা করেছেন রেহাম। তিনি বলেছেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

    বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরও বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে— এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখী হন— পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম।
    “পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়— বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণ্যে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

    সংবাদ সম্মেলরেনের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রেহাম। তিনি বলেছেন, “এই রাজনৈতিক দল আপনাদের। দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা সাজাই।”

    রেহাম খানের পুরো নাম রেহাম নেয়ার খান। ১৯৭৩ সালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার বাফা শহরে জন্ম তার। তাদের পরিবার পশতুনভাষী পাঠান জাতিগোষ্ঠীর অন্তর্গত। রেহামের বাবা নেয়ার রমজান খান পেশায় একজন চিকিৎসক এবং তার চাচা আবদুল হাকিম খান খাইবার পাখতুনখোয়ার সাবেক গভর্নর ও রাজ্যের হাইকোর্টের সাবেক বিচারক ছিলেন।

    ১৯৯২ সালে ১৯ বছর বয়সে নিজের চাচাত ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেহাম। কয়েক বছর পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা সবাই রেহামের সঙ্গে থাকেন।

    বিচ্ছেদের পর সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন রেহাম। এর মধ্যেই পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গ তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় এবং ২০১৫ সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন।

    কিন্তু দশ মাসের বেশি সেই বিয়ে টেকেনি। পরে ২৯২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রেহাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: