শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আড়াই ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত নয়, কোচ-প্রস্তুতি নিয়েই রয়ে গেল প্রশ্ন দ্বিতীয় ম্যাচেও কি 'পরীক্ষাগার' বানানো হবে বাংলাদেশ দলকে? হত্যাকাণ্ড ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি
  • বৃষ্টির দিনে খিচুড়ি আর এই ঝাল চাটনির জুড়ি নেই

    বৃষ্টির দিনে খিচুড়ি আর এই ঝাল চাটনির জুড়ি নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টিভেজা দিনে গরম খিচুড়ি বা ডালভাতের সঙ্গে যদি থাকে ঝাল ঝাল একটা চাটনি, তাহলে তো জমেই যায়। রসুন আর কাঁচা মরিচের টকটকে গন্ধে ভরপুর এই পেঁয়াজ–রসুনের চাটনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঘরেই থাকা সাধারণ কিছু মসলা ও উপকরণ দিয়ে। অনেকেই একে ‘থেচা’ নামেও চেনেন। রান্নায় ঝামেলা নেই, স্বাদে একেবারে অনবদ্য!
    দেখে নিন রেসিপি।

    উপকরণ

    • তেল ১-২ টেবিল চামচ
    • পেঁয়াজ কুচি ১টি
    • রসুন ১/২ কাপ
    • কাঁচা মরিচ ৮–১০টি
    • শুকনো মরিচ ৩–৪টি
    • জিরা ১ চা-চামচ
    • চিনা বাদাম (ভাজা) ২ টেবিল চামচ
    • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ
    • ধনে পাতা এক মুঠো
    • লেবুর রস ২–৩ টেবিল চামচ

    যেভাবে বানাবেন

    একটি ছোট ফ্রাইপ্যানে তেল গরম করে দিন। এতে দিয়ে দিন পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ, জিরা ও ভাজা বাদাম। উপর থেকে ছিটিয়ে দিন লবণ। মাঝারি আঁচে ৩–৪ মিনিট নেড়ে ভাজুন, যতক্ষণ না রসুন ও পেঁয়াজ হালকা বাদামি রঙ ধারণ করে।

    ভাজা মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এরপর শিল-পাটা বা মোর্টার-পেস্টলে (খোলে) ফেলে দিন এক মুঠো ধনে পাতা সহ। বেশি মিহি নয়, একটু মোটা করে বেটে নিন।

    বেটে নেওয়া মিশ্রণে লেবুর রস মিশিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন গরম গরম খিচুড়ির পাশে।

    বর্ষার দুপুরে গরম খিচুড়ি, একটা ভাজা বেগুন আর পাশে এই পেঁয়াজ–রসুনের ঝাল চাটনি—পুরো খাবারটাই যেন মনে করিয়ে দেবে গ্রামের সেই রান্নাঘরের স্মৃতি। চাইলে এটি ভাত, পরোটা কিংবা ড্রাই ডাল-রুটির সঙ্গেও খেতে পারেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ