কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, "ভোর পৌনে ৫টার দিকে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।"
নিহতদের পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করতে পারেননি ওসি। তিনি জানান, বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে সংগ্রহ করে পরে জানানো হবে।
এন কে/বিএইচ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন