মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ২৫

    গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ২৫
    যুদ্ধবিধ্বস্ত গাজা/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের ত্রাণ সংগ্রহে অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরের দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে এ হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। খবর দিয়েছে আল জাজিরা।

    এছাড়া দক্ষিণ গাজার আল-কারারা শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় আরও অন্তত চারজন প্রাণ হারান বলে নিশ্চিত করেছে খান ইউনিসের নাসের হাসপাতাল।

    এদিকে ফিলিস্তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের দুই ডানপন্থী মন্ত্রী—অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, এই দুই মন্ত্রী সহিংসতা উসকে দিয়েছেন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত।

    ইসরায়েল এই নিষেধাজ্ঞাকে “অত্যন্ত আপত্তিকর” বলে মন্তব্য করেছে এবং জানিয়েছে, নির্বাচিত নেতাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা অযৌক্তিক।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৬ হাজার ৯২০ জন আহত হয়েছেন।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালানোর পর থেকে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধের ফলে খাদ্য সংকট, মানবিক বিপর্যয় ও সহিংসতার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ