লিবিয়া থেকে দেশে ফেরত আসছে আরও তিন শতাধিক বাংলাদেশি


লিবিয়ায় অবস্থানরত আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপোলি থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি সূত্র জানায়, মানবিক সহায়তার অংশ হিসেবে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। লিবিয়ায় কর্মসংস্থান হারানো বা অনিশ্চিত অবস্থায় থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, কয়েক দফায় শতাধিক প্রবাসী বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সরকার জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বাংলাদেশিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ২৩ অক্টোবর নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। ওই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
