বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান ঢাকায় গ্রেপ্তার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নির্বাচনি প্রচারণায় ইসির ৭ নির্দেশনা আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
  • চলে গেলেন ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা, প্রজন্মের প্রিয় লেখক রকিব হাসান

    চলে গেলেন ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা, প্রজন্মের প্রিয় লেখক রকিব হাসান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা, প্রজন্মের প্রিয় লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাহিত্যপ্রেমী ও পাঠকসমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    বাংলা কিশোর সাহিত্যকে নতুন মাত্রা দেওয়া এই লেখক তার অনন্য লেখনশৈলী ও রহস্য-রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে তরুণ পাঠকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন। নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে প্রকাশিত তাঁর ‘তিন গোয়েন্দা’ সিরিজ দেশের কিশোর সাহিত্য জগতে তৈরি করেছে নতুন ধারা, যা আজও পাঠকের কাছে সমান জনপ্রিয়।

    রকিব হাসানের হাতে গড়া ‘তিন গোয়েন্দা’ সিরিজে কিশোর পাঠকেরা পরিচিত হয়েছেন মুসা, কিশোর ও রবিন নামের তিন তরুণ গোয়েন্দার সঙ্গে, যাদের অভিযানে মিশে আছে রহস্য, বুদ্ধি ও সাহসিকতা।

    বাংলা সাহিত্যে কিশোর উপন্যাসে এক নতুন যুগের সূচনা করা এই লেখকের প্রয়াণে সহলেখক, প্রকাশনা প্রতিষ্ঠান ও পাঠকমহলে শোকের ছায়া নেমে এসেছে।

    বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়।’

    ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।

    সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো তিন গোয়েন্দা সিরিজ লেখক। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন