দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু


দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে।
এ সময় নতুন করে ৭৫৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৫৮ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন।
চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৫৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৩৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০, চট্টগ্রাম বিভাগে ৮৫, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
