সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: যান চলাচলে ডিএমপির নির্দেশনা জিম্মিদের জন্য ত্রাণ নিতে ইসরায়েলি হামলা বন্ধের দাবি হামাসের ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বিশ্বের খাদ্যসংকটে ভোগা দেশের মধ্যে চতুর্থ বাংলাদেশ: জাতিসংঘ হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি জুলাই সনদে যেকোনো সময় স্বাক্ষরের প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ গাজায় দুর্ভিক্ষের ছবি: ইসরায়েলি জিম্মিদের ভিডিও ঘিরে তোলপাড় চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার অভিনেত্রীর বাড়ি থেকে নিখোঁজ দুই কিশোরী
  • ইয়েমেন উপকূলে নৌকাডুবি: অর্ধশতাধিক অভিবাসীর করুণ মৃত্যু

    ইয়েমেন উপকূলে নৌকাডুবি: অর্ধশতাধিক অভিবাসীর করুণ মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈরী আবহাওয়ার মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক যাত্রী বহনকারী নৌকাটি উল্টে গেলে মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সংস্থার মহাপরিচালক আবদুসাত্তোর এসোয়েভ জানান, দক্ষিণাঞ্চলীয় খানফার জেলার তীরে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১৪ জনের মরদেহ আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    আবিয়ান নিরাপত্তা ডিরেক্টরেট জানিয়েছে, ঘটনাস্থলে বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রতিনিয়ত সাগরতীরে ভেসে আসছে মরদেহ।

    আইওএম এক বিবৃতিতে বলেছে, “এই হৃদয়বিদারক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনা আবারও প্রমাণ করে, ঝুঁকিপূর্ণ পথে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি।” সংস্থাটি আরও জানায়, “অসহায় অভিবাসীদের প্রতারণা ও দুর্বলতার সুযোগ নিয়ে দালালচক্র যেভাবে তাদের বিপজ্জনক যাত্রায় ঠেলে দিচ্ছে, তা প্রতিরোধে কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।”

    বিবিসি জানিয়েছে, হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে যাওয়ার পথে ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইওএম-এর তথ্যমতে, শুধু ২০২৪ সালেই ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন। তবে বিপজ্জনক সমুদ্রযাত্রায় অনেকেই প্রাণ হারাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন।

    চলতি বছরের মার্চে ধুবাব উপকূলে ১৮০ জনের বেশি অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে যায়। সেসময় কেবল দুটি নৌকার দুইজন ক্রুকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ বা মৃত হিসেবে বিবেচিত হন।

    আইওএমের 'মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট' এর তথ্যমতে, গত এক দশকে এই পথে যাত্রা করতে গিয়ে ৩,৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র নৌকাডুবিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ১,৪০০ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন