১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অনুপ্রবেশের দায়ে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। জানা গেছে, এই ১৫ জন ব্যক্তি গত তিন মাস ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে বন্দি ছিলেন। তারা বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নম্বর পিলার সংলগ্ন শূন্য রেখায় একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
