শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • পরমাণু প্রযুক্তিতে ইরানের অগ্রগতি অব্যাহত: আব্বাস আরাগচি সিলেটে দুর্বৃত্তদের হামলায় দুই খাসিয়া পরিবারের জুমবাগানে ব্যাপক ক্ষতি রাজধানীর বাজারে সবজির দাম বাড়তি, বেগুন ও বরবটি শীর্ষে ক্ষুধার্ত শিশু আমিরকে ত্রাণ কেন্দ্রে গিয়েই গুলি করলো ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি: ৫ দেশের ভূয়সী প্রশংসা করলো ইরাক গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু গুলশানে চাঁদা দাবির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেফতার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা আসতে পারে শাহবাগে জুলাই সনদ দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি, যান চলাচল বন্ধ
  • ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

    ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অনুপ্রবেশের দায়ে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

    হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। জানা গেছে, এই ১৫ জন ব্যক্তি গত তিন মাস ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে বন্দি ছিলেন। তারা বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।

    চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নম্বর পিলার সংলগ্ন শূন্য রেখায় একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন