রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

নবনির্বাচিত পর্ষদের প্রথম সভায় দায়িত্ব বণ্টন সম্পন্ন

নবনির্বাচিত পর্ষদের প্রথম সভায় দায়িত্ব বণ্টন সম্পন্ন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই প্রথম আনুষ্ঠানিক সভায় বসেছে। সোমবার (৭ অক্টোবর) সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক।

সভায় বোর্ডের নবনির্বাচিত সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিসিবির বিভিন্ন স্থায়ী ও উপকমিটির দায়িত্ব বণ্টন করা হয়। ক্রিকেট পরিচালনা, নারী ক্রিকেট, মিডিয়া, বিপণন, অবকাঠামো, কোচিং ও উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব ঠিক করা হয়েছে।

সূত্র জানায়, নতুন পর্ষদ আগামীর পরিকল্পনা ও কর্মপন্থা নিয়েও প্রাথমিক আলোচনা করেছে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, হাই-পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম জোরদার করা এবং জাতীয় দলের কাঠামোগত উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব উঠে এসেছে।

সভা শেষে বিসিবি সূত্র জানায়, আগামী সপ্তাহে বোর্ডের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে এবং কমিটিগুলোর অধীনে কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নতুন পর্ষদ আশা করছে, বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তারা সম্মিলিতভাবে কাজ করবে।

নতুন পরিচালনা পর্ষদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তাকেই দেয়া হয়েছে বিসিবির গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির প্রধানের দায়িত্ব। বোর্ডের সহ-সভাপতি হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক শাখাওয়াত হোসেন, যিনি আবার মার্কেটিং বিভাগের দায়িত্বে আছেন।

ক্রিকেট অপারেশন্সের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আগের মতোই থাকছেন নাজমুল আবেদীন ফাহিম। গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে থাকছেন বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক।

অন্যদিকে, বিসিবির মিডিয়া কমিটি পেয়েছে নতুন অভিভাবক, এর প্রধান হয়েছেন আমজাদ হোসেন। হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির দায়িত্বে আছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে দেয়া হয়েছে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যারা, তাদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বোর্ড পরিচালক আসিফ আকবর পেয়েছেন বয়স ভিত্তিক ক্রিকেটের দায়িত্ব। এছাড়া ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছেন শাহনিয়ান তানিম নাভিন এবং সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে থাকছেন মেহরাব আলম চৌধুরী।

বোর্ডের প্রধান হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আবার গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্বেও থাকছেন। আম্পায়ারস কমিটির দায়িত্বে আগেরবারের মতোই এবারও থাকছেন ইফতেখার রহমান মিঠু।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন