জাহানারার অভিযোগে জ্যোতির পাল্টা জবাব

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভেতরে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক সামনে এসেছে। টাইগ্রেস দলের পেসার জাহানারা আলমের দেওয়া এক সাক্ষাৎকারের পর অন্য নারী ক্রিকেটাররাও বিভিন্ন অভিযোগ তুলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জাহানারা তার সাক্ষাৎকারে দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ করেছেন।
এই অভিযোগের জবাবে এবার জাহানারার ওপর প্রশ্ন তুলে সরাসরি মুখ খুলেছেন অধিনায়ক জ্যোতি। জ্যোতি বলেন, জাহানারা আপু মন্টি আপু নামের এক আপুর সঙ্গে একসঙ্গে থাকে, একসঙ্গে খেলে, খায়দায়, ঘুরে বেড়ায়। আমরা সবসময় জানতাম তারা খুব ভালো বন্ধু, এক পরিবার মতো। তাদের সম্পর্কে কখনও কোনো প্রশ্ন উঠেনি।
অধিনায়ক আরও বলেন, জাহানারা ব্যক্তিগত স্বার্থে অযৌক্তিক কথাবার্তা ছড়িয়ে নারী দলকে অপমানিত করেছেন। আমার সামাজিক এবং পারিবারিক পরিচিতরা জানেন আমি কেমন মানুষ। তবে বাকি লোকেরা আমাদের নিয়ে কী ভাবে ভাবছে সেটাই বেশি গুরুত্বপূর্ন। জাহানারার এসব আচরণ নারী দলের সম্মানকে হেয় করে।
নারী ক্রিকেট দলের এই বিতর্ক এখনো সমাধান হয়নি এবং দলের অভ্যন্তরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
দৈএনকে/জে, আ