ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নিতে চাই এবং ইতোমধ্যে নমনেশন চেয়েছি। আমি আশাবাদী যে, মনোনয়ন পাবো। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে উপযুক্ত সময় এলে পদত্যাগ করে ভোটে অংশ নেবো।”
সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত আপিল শুনানি শেষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বিশ্বাস করি জনগণের সেবা করার আরও বড় সুযোগ রাজনীতির মাধ্যমে পাওয়া সম্ভব। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান পূর্বে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সেই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ঝিনাইদহ-১ আসনে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।