রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার প্রস্তুতি শেষ জলবায়ুর চ্যালেঞ্জে নারীর বিকল্প আয়ের পথ পরিবারকে দিচ্ছে নিরাপত্তা গুরুতর শারীরিক অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে নিতে সময় লাগছে: ডা. জাহিদ প্রাথমিক শিক্ষার অবস্থা হতাশাজনক : পররাষ্ট্র উপদেষ্টা ব্রাজিলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্সে জমে উঠল ঢাকার স্টেডিয়াম আর্জেন্টিনা–ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ ঘোষণা : বিশ্বকাপ ২০২৬ ৬ ডিসেম্বরের গুরুত্ব তুলে ধরলেন তারেক রহমান খালেদা জিয়ার লন্ডনযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আদ্দিস আবাবায় নতুন ই-পাসপোর্ট সুবিধা ভারত-রাশিয়ার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: মোদী
  • ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

    ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

    বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নিতে চাই এবং ইতোমধ্যে নমনেশন চেয়েছি। আমি আশাবাদী যে, মনোনয়ন পাবো। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে উপযুক্ত সময় এলে পদত্যাগ করে ভোটে অংশ নেবো।”

    সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

    তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত আপিল শুনানি শেষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বিশ্বাস করি জনগণের সেবা করার আরও বড় সুযোগ রাজনীতির মাধ্যমে পাওয়া সম্ভব। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।”

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান পূর্বে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সেই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ঝিনাইদহ-১ আসনে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন