রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

চলাফেরাকে আরও সহজ করে গুগল ম্যাপের ৫ ফিচার

চলাফেরাকে আরও সহজ করে গুগল ম্যাপের ৫ ফিচার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গুগল ম্যাপ এখন শুধু পথ দেখানোর অ্যাপ নয়, এটি আমাদের ভ্রমণকে আরও সহজ, নিরাপদ এবং স্মার্ট করে তোলে। এখানে এমন ৫টি গুরুত্বপূর্ণ ফিচার তুলে ধরা হলো, যা ব্যবহার করলে সময় ও ঝামেলা—দুটোই কমে যায়।

১. অফলাইন ম্যাপ পথ দেখাবে ইন্টারনেট ছাড়াও

ভ্রমণের সময় ইন্টারনেট না থাকলে গুগল ম্যাপের অফলাইন মোড কাজে আসে। আপনি যে এলাকার ম্যাপ আগে থেকে ডাউনলোড করে রাখবেন, ইন্টারনেট না থাকলেও সেটি ব্যবহার করা যাবে।

অফলাইন ম্যাপ ব্যবহার করতে গুগল ম্যাপ অ্যাপে গিয়ে জায়গার নাম লিখে সার্চ দিন → তিনটি ডট চিহ্নে চাপুন → ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ বেছে নিন।

চলাফেরাকে আরও সহজ করে গুগল ম্যাপের যে ৫টি ফিচার

২. যানজটের আগাম খবর পাবেন লাইভ ‘ট্রাফিক’-এ

ঢাকা বা চট্টগ্রামের মতো ব্যস্ত শহরে রাস্তায় বের হওয়ার আগে লাইভ ট্রাফিক জানা খুব দরকারি।

গুগল ম্যাপে ‘ট্রাফিক লেয়ার’ অন করলে রাস্তায় কোথায় যানজট বা দুর্ঘটনা হয়েছে, তা কমলা-লাল-নীল রং দেখেই বুঝে যাবেন। সবুজ মানে ফাঁকা রাস্তা, কমলা মানে মাঝারি ভিড়, আর লাল মানে তীব্র যানজট।

৩. লোকেশন শেয়ারিং দেবে নিরাপত্তার অনুভূতি

যাত্রার সময় পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে আপনার অবস্থান শেয়ার করা এখন অনেক সহজ। লোকেশন শেয়ারিং অপশন অন করে নির্দিষ্ট সময়ের জন্য আপনার অবস্থান পাঠানো যায়। এতে প্রিয়জনেরা আপনার চলাচল রিয়েল টাইমে দেখতে পারবেন — বিশেষ করে রাতে একা চলার সময় এটি বেশ কার্যকর।

৪. টাইমলাইন থেকে দেখতে পারবেন কখন কোথায় গিয়েছিলেন

গুগল ম্যাপ আপনার চলাচলের ইতিহাস ‘টাইমলাইন’-এ সংরক্ষণ করে রাখে। চাইলে আপনি দেখতে পারেন কোন দিনে কোথায় গিয়েছিলেন, কত সময় ছিলেন এবং কীভাবে ভ্রমণ করেছিলেন। এই ফিচার অনেক সময় কাজে দেয় ভ্রমণ পরিকল্পনা বা ব্যয় হিসাব রাখার ক্ষেত্রে।

চলাফেরাকে আরও সহজ করে গুগল ম্যাপের যে ৫টি ফিচার

৫. রাস্তার দিক বোঝার নতুন উপায় লাইভ ভিউ

নতুন এলাকায় পথ খুঁজতে গিয়ে বিভ্রান্ত হলে গুগল ম্যাপের লাইভ ভিউ বেশ কাজে দেয়। ক্যামেরা অন করলে ফোনের স্ক্রিনে বাস্তব রাস্তার ওপরই তীরচিহ্ন ও নির্দেশনা দেখা যায়। অর্থাৎ, বাস্তব দৃশ্যের সঙ্গে ম্যাপের তথ্য একসঙ্গে মিলিয়ে দিক চিনে নিতে পারবেন।

গুগল ম্যাপ এখন কেবল দিকনির্দেশনা নয়, বরং একটি ভ্রমণ সহচর। এই পাঁচটি ফিচার ব্যবহার করলে আপনার প্রতিটি যাত্রা হবে আরও সহজ, স্মার্ট ও নিশ্চিন্ত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন