বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিংয়ে উন্নতি, অবস্থান ৯৪তম

বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিংয়ে উন্নতি, অবস্থান ৯৪তম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ বর্তমানে রয়েছে ৯৪তম অবস্থানে। গত বছর এ অবস্থান ছিল ৯৭তম। অর্থাৎ, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা কিছুটা বেড়েছে।

সূচক অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এই ইনডেক্সটি ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে, যেখানে পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সুবিধা বিবেচনায় নেওয়া হয়।

তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ৭৭তম এবং পাকিস্তানের অবস্থান ৯৬তম।
শীর্ষ দেশগুলো:
১ম অবস্থান: সিঙ্গাপুর – ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার।
২য় অবস্থান: জাপান ও দক্ষিণ কোরিয়া – ১৯০টি দেশ।
৩য় অবস্থান: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন – ১৮৯টি দেশ।
৪র্থ অবস্থান: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন – ১৮৮টি দেশ।
৫ম অবস্থান: গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড – ১৮৭টি দেশ।
৬ষ্ঠ অবস্থান: যুক্তরাজ্য – ১৮৬টি দেশ।
৭ম অবস্থান: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড – ১৮৫টি দেশ।
৮ম অবস্থান: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত – ১৮৪টি দেশ।
৯ম অবস্থান: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া – ১৮৩টি দেশ।
১০ম অবস্থান: আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র – ১৮২টি দেশ।

এই সূচক অনুযায়ী, পাসপোর্টের বৈশ্বিক শক্তিমত্তায় বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে, যা ভ্রমণ ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক ইঙ্গিত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: