বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে: প্রধান উপদেষ্টা

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে: প্রধান উপদেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা সব রাজনৈতিক দলকে একত্র করে অতীতকে স্মরণ এবং গণতন্ত্র রক্ষায় একটি সম্মিলিত বার্তা দেওয়ার লক্ষ্যেই কর্মসূচি নিয়েছিলাম। এতে করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রতিচ্ছবি উঠে আসত। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

বুধবার (২৩ জুলাই) ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে।’ 

বিবৃতিতে বলা হয়, আজকের বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সব দল সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। 

এতে আরও বলা হয়, রাজনৈতিক দলের নেতারা সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন