বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আসামি ১২০০

সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আসামি ১২০০
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সচিবালয়ে অনধিকার প্রবেশ, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতপরিচয় প্রায় ১,২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলাটি করেন ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২২ জুলাই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রতিবাদে এবং এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে “মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়” কর্মসূচি পালন করে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে মার্চ করলেও পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।

নিরাপত্তার কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাদের বারবার অনুরোধ করা হয় যেন তারা ভেতরে প্রবেশ না করে। কিন্তু আন্দোলনরতরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল ফটকে পৌঁছে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে ঢোকে। তখন বাধা দিতে গেলে তারা লাঠিসোঁটা ও ইটপাটকেল ছুড়ে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের আহত করে।

এছাড়াও তারা একাধিক সরকারি গাড়ি ভাঙচুর করে ও বিভিন্নভাবে হুমকি প্রদান করে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন