বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Natun Kagoj

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ প্রধান উপদেষ্টার

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ প্রধান উপদেষ্টার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা ব্যবহার করে ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্ষেরিং তোবগের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতার প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।

মানুষে মানুষে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, দুই দেশের যুবসমাজের পারস্পরিক সফর ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সার্কের চেতনা অটুট রাখতে চায় এবং সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন