পোদ্দার বাজারে সেতু না হওয়ায় লক্ষ্মীপুরে চলাচলে ভোগান্তি


লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম ব্যবসাকেন্দ্র পোদ্দার বাজারে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণকাজ দীর্ঘ এক বছরেও শেষ না হওয়ায় দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। নির্মাণাধীন ব্রিজের স্থানে এখন রয়ে গেছে ময়লার স্তূপ ও ভাঙাচোরা পথ। এর ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের কয়েক লাখ সাধারণ মানুষ ও ব্যবসায়ী।
চলাচলের একমাত্র পথটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় বাজারে মালামাল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে বাজারের ব্যবসা-বাণিজ্যে নেমেছে স্থবিরতা। দোকানপাটে বেচাকেনা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। কেউ কেউ ব্যবসা বন্ধ করে দিতেও বাধ্য হচ্ছেন।
বাজার ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য জানান, ক্রেতাদের আগমন অনেক কমে গেছে। ব্রিজটির কাজ দ্রুত শেষ না হলে বাজারের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি গাফিলতি ও তদারকির অভাবেই কাজটি বছরের পর বছর ঝুলে আছে।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ব্রিজের পাশে ময়লার স্তূপে পথ চলা একপ্রকার দুঃসাধ্য। পাশেই অবস্থিত মসজিদ ও একাধিক দোকান ঘিরে রয়েছে চরম নোংরামি ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে আশপাশের বাসিন্দাদের।
সরকারি প্রকল্প বোর্ড অনুযায়ী, ১৩ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার স্ল্যাব ব্রিজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে এলজিইডি লক্ষ্মীপুর। ১ মে ২০২৪ সালে কাজ শুরু হলেও ২ মে ২০২৫ শেষ করার নির্ধারিত সময়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা। কাজের দায়িত্বে রয়েছে এপিক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
তবে বাস্তব অবস্থা বলছে, এই ধীরগতির কারণে নির্ধারিত সময়েও কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাজার সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন।
লক্ষ্মীপুরের পোদ্দার বাজারের মাঝামাঝি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ ও ব্যবসায়ী। কাজ দ্রুত শেষ না হলে হুমকির মুখে পড়বে স্থানীয় অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থা।
দৈএনকে/ জে. আ
