বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Natun Kagoj

অর্থবছর শেষে বৃদ্ধি পেয়েছে সরকারি খাদ্য মজুদ

অর্থবছর শেষে বৃদ্ধি পেয়েছে সরকারি খাদ্য মজুদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মোট মজুদ রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের শুরুতে (১ জুলাই) চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চাল ছিল ১০.৬০ লাখ টন এবং গম ছিল ৪.১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে হয়েছে ১৫.৪১ লাখ টন। তবে অভ্যন্তরীণ উৎস ও আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন