শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Natun Kagoj

চট্টগ্রাম বন্দরে রেকর্ড হ্যান্ডলিং এর পরও রাজস্ব আদায়ে ঘাটতি

চট্টগ্রাম বন্দরে রেকর্ড হ্যান্ডলিং এর পরও রাজস্ব আদায়ে ঘাটতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‎সদ্যবিদায়ী অর্থবছরে ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও ২০২৪-২৫ অর্থবছরে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

‎বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল ২০২৪-২৫ অর্থবছর। এরপর ভয়ংকর বন্যা। আর অর্থবছর শেষ হয়েছে রাজস্ব কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে। তবে এতো কিছু জটিলতার পরও সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৩-২৪ এর তুলনায় গত অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ২৮ হাজার বেশি।

‎একইসঙ্গে কার্গো পণ্য হ্যান্ডলিংও পৌঁছেছে ১৩ কোটি মেট্রিক টনের ঘরে। যা আগের ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১২ কোটি ৩২ লাখ মেট্রিক টন। একই সময়ে পণ্যবাহী জাহাজ বেশি এসেছে ১০৬টি।

‎চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের কাজ করার মানসিকতা এবং বন্দর ব্যবহারকারীদের আন্তরিকতায় এই অর্জন সম্ভব হয়েছে।

‎বন্দরের মতো কনটেইনার হ্যান্ডলিংয়ে এগিয়ে রয়েছে বেসরকারি ২১টি অফডকও। বিদায়ী অর্থবছরে ১৪ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে ৭ লাখ ৭৭ হাজার রফতানি এবং ৩ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে ২ লাখ ৬৫ হাজার আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

‎বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ২০২৪-২৫ অর্থবছর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেলেও রিজার্ভসহ অন্যান্য বিষয়ে শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। ফলে ঘুরে দাঁড়িয়েছেন ব্যবসায়ীরা।

‎তবে অর্থবছরের শেষ দিকে শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটের কারণে বন্দরে বেশ কিছু কনটেইনার আটকা পড়ে। এ অবস্থায় আমদানিকারকরা বলছেন, চারগুণ স্টোর রেন্টের মতো জরিমানার কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন।

‎চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম বলেন, বন্দরে যেসব চার্জ অতিরিক্ত গুনতে হচ্ছে, সেগুলো বন্দরকে বিবেচনা করতে হবে। বিশেষ করে গত মাসে কাস্টমসের আন্দোলন চলাকালে যেসব কনটেইনার আটকে পড়েছিল, সেগুলোর বিষয়ে।

‎উল্লেখ্য, বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন