জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি - নাহিদ


জাতীয় নাগরিক পার্টি-(এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে উত্তরাঞ্চলের নীলফামারী। তাই জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চল রংপুর থেকে পদযাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় জুলাইয়ের পদযাত্রার তৃতীয়দিন নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পদসভা তিনি এসব কথা বলেন।
১৬ই জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জে ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান।তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। একপর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি।আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সেই দৃশ্য দেখে বাংলাদেশের লাখ লাখ ছাএ, ছাএী, ছেলে, মেয়েরা বের হয়ে আসলো, মুখে মুখে সেই স্লোগান, "বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। " দেশজুড়ে মানুষ খুনি হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনই রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।
জুলাই আন্দোলনে হত্যাকান্ডের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনরায় জানিয়ে বলেছেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা স্বৈরাচারীফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। একটি নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, রাষ্ট্রগঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত এই জুলাই পদযাত্রা। যেখানে আমরা ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাঁদের কথা শুনব।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,প্রশাসনের সংস্কার এবং সংবিধান পরিবর্তন এখন সময়ের দাবি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্ক্ষা ছিল, তার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। এত বড় অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না।
তিনি আরো বলেন, আপনারা জানেন যে গত বুধবার রাতে ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এটি প্রথমবার নয় সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটলো। আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি ।আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ,ব্যহত করার জন্য, ভয় দেখানোর জন্য এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পদসভায় বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (দণিক্ষাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও যুগ্ন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সায়েদ লিওন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব, অ্যাড: হুমায়রা নুর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয়দিন দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতীখানা কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনে কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কবর জিয়ারতে দোয়াপাঠ করান শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন। কবর জিয়ারত শেষে এনসিপি নেতৃবৃন্দ সাজ্জাদের পরিবারের সাথে কথা বলেন।
এরপর সৈয়দপুরের উর্দুভাষী ক্যাম্পের বসবাসকারীদের খোঁজ নেন এনসিপির নেতৃবৃন্দ। সেখান থেকে সৈয়দপুর পাঁচমাথা থেকে পদযাত্রা শুরু করে সৈয়দপুর বাসটার্মিনাল (শুটকির মোড়ে) পথসভা করেন। এরপর নীলফামারী জেলা শহরে পথসভা শেষে পঞ্চগড় জেলায় রওনা দেন।
