এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করল বিইআরসি


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ব্যবহারের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ মূল্য ঘোষণা করে।
নতুন দাম অনুযায়ী— প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন