তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা: অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ


পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ মিছিলে কেউ যাতে ধারালো অস্ত্র বা আতশবাজি নিয়ে অংশগ্রহণ না করে, সে জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি ধারালো বা বিপজ্জনক বস্তু নিয়ে অংশগ্রহণ করে, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়। সেইসঙ্গে আতশবাজি ও পটকা ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করে এবং ভীতির পরিবেশ সৃষ্টি করে।
নিষেধাজ্ঞাটি মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এন কে/বিএইচ
