বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Natun Kagoj

দেশের ৩৩ ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর

দেশের ৩৩ ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

একযোগে দেশের ৩৩ জন ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর। বুধবার (৩ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে একসঙ্গে এত বিপুল সংখ্যক ডেপুটি জেলারকে বদলির ঘটনা অতীতে ঘটেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কেউ।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

  • মো. মফিজুল ইসলাম – বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

  • তৌহিদুল ইসলাম – কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

  • মো. রাশেদুল হাসান রিগ্যান – কুমিল্লা থেকে ফেনী

  • অর্পণ চৌধুরী – জয়পুরহাট থেকে কুমিল্লা

  • শেফালী আকতার – কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর

  • শিল্পী আক্তার – কাশিমপুর হাইসিকিউরিটি থেকে কুষ্টিয়া

  • আনন্দ কুমার শীল – কাশিমপুর হাইসিকিউরিটি থেকে বরিশাল

  • রুবাইয়া সন্ধি – মুন্সিগঞ্জ থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

  • তানিয়া ফারজানা – মৌলভীবাজার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার

  • পিটার ঘোষ – বরগুনা থেকে নরসিংদী

  • মঈনুল হক আল মামুন – খুলনা থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র

  • সহ আরও ২১ জন

বদলির তালিকায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কক্সবাজার, কাশিমপুর, বরিশালসহ দেশের প্রায় সব বিভাগ ও জেলা কারাগার অন্তর্ভুক্ত রয়েছে।

কারা অধিদপ্তর জানিয়েছে, এই রদবদল একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং জনস্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন