বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু, মিয়ানমারের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে


ইয়াংগুনে গত ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে দফায় দফায় আক্রমণ চালাচ্ছে আফঈদা খন্দকারের দল। ম্যাচের কড়াকড়িতে ১৮ মিনিটে বাংলাদেশের এক আক্রমণে বল জালে পৌঁছে যায় এবং দলটি লিড নেয়।
তহুরা খাতুন ড্রিবল করে ঢুকতে গেলে ফাউলের শিকার হন, ফলে বক্সের কোনা থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার নেওয়া প্রথম শট প্রতিপক্ষের মানব প্রাচীরে বাধা পেলেও ফিরতি বল নিজের দখলে নিয়ে বা পায়ে নিখুঁত শটে বল পাঠান জালে। ফলে এগিয়ে যায় বাংলাদেশ।
২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল ঋতুপর্ণার বাম দিকের ক্রস থেকে, কিন্তু শামসুন্নাহার জুনিয়র ঠিকঠাক বল ধরতে না পারায় সুযোগটা নষ্ট হয়।
বাহরাইনের বিপক্ষে যেই একাদশ নিয়ে ৭-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ, সেই একই একাদশে আজ শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছে তারা।
প্রথমার্ধের শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশের রক্ষণভাগে বেশ কয়েকবার ভাঙন ধরালেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয় তারা। অফসাইডে ধরা পড়া, গোল মিস এবং পোস্টে লেগে ফিরে আসা বল—সব মিলিয়ে রক্ষা পায় বাংলাদেশ।
