বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Natun Kagoj

তামিম-জাকেরের লড়াই ব্যর্থ, ব্যাটিং ধসে ডুবলো বাংলাদেশ

তামিম-জাকেরের লড়াই ব্যর্থ, ব্যাটিং ধসে ডুবলো বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কলম্বোয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ।

২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টাইগাররা। ১ উইকেট হারিয়ে দলীয় শতরান পার করে তারা। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। স্কোরবোর্ডে মাত্র ৫ রান যোগ হতেই একে একে ৭ উইকেট হারায় সফরকারীরা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ইনিংসের শেষ দিকে জাকের আলীর লড়াকু ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও, তা শুধুই পরাজয়ের ব্যবধান কমানোতে সীমিত ছিল।

সিরিজে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে এখন চাপে বাংলাদেশ।

বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে স্বাগতিকরা।

মাত্র ৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে, পাথুম নিশাঙ্কা শূন্য রানে আউট হন সাকিবের বলে। এরপর একে একে সাজঘরে ফেরেন নিশান মাদুশকা, কামিন্দু মেন্ডিস এবং জানিথ লিয়ানাগে। তবে কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা গড়েন মাঝারি একটি জুটি, যেখানে আসালাঙ্কা তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক (১২৩ বলে ১০৬)।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ (৪ উইকেট) ও তানজিম হাসান সাকিব (৩ উইকেট)। শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৪৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝপথেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শান্ত ও তামিমের ৭১ রানের জুটির পর দলীয় ১০০ থেকে ১০৫ পর্যন্ত মাত্র ৫ রানে হারায় ৭টি উইকেট—যা ওয়ানডে ইতিহাসে অন্যতম বাজে ব্যাটিং ধস।

জাকের আলীর লড়াকু ৫১ রানের ইনিংস কিছুটা সম্মান রক্ষা করে। শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ, ফলে শ্রীলঙ্কা জয় পায় ৭৭ রানে।

লঙ্কানদের পক্ষে হাসারাঙ্গা মাত্র ১০ রানে ৪ উইকেট নেন। কামিন্দু মেন্ডিস পান ৩ উইকেট।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার, একই ভেন্যুতে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন