বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট নির্বাচনের তফসিলের আগে সরকার থেকে সরে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জনপ্রিয় কোচিং সেন্টার ই-হক এর ‘শামীম স্যার’ আজকের মোশাররফ করিম

     জনপ্রিয় কোচিং সেন্টার ই-হক এর ‘শামীম স্যার’ আজকের মোশাররফ করিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘শামীম স্যার’ মোশাররফ করিমের পরিচয়টা অনেকের কাছেই নতুন এক চমক। যাকে আমরা পর্দায় অসাধারণ অভিনয়ে চিনে এসেছি, তিনি যে একসময় শিক্ষক ছিলেন, তাও আবার দেশের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার ই-হকে এটা সত্যিই বিস্ময়কর ও মানবিক এক দিক।

    এই তথ্য সামনে আসার পর তার প্রতি শ্রদ্ধা যেন আরও বেড়ে যায়। কারণ শিক্ষকতা, বিশেষ করে এমন প্রতিষ্ঠানে পড়ানো, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠে এটা কোনো সাধারণ বিষয় নয়। সেই শিক্ষকই পরবর্তীতে হয়ে ওঠেন বাংলার অভিনয় জগতের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুখগুলোর একজন।

    গায়িকা কণার মত সাবেক ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা প্রমাণ করে, ‘শামীম ভাই’ নামটা শিক্ষার্থীদের হৃদয়ে। এমন বাস্তব ও মাটির কাছের জীবনগল্পই একজন শিল্পীর অভিনয়কে করে তোলে বাস্তব ও নিখুঁত।

    মোশাররফ করিমের এই শিক্ষকতা-অভিনয় পরিণতির যাত্রা আমাদের আবারও মনে করিয়ে দেয় প্রতিভা যে কোনো জায়গা থেকেই বিকশিত হতে পারে। যদি সেই জায়গায় থাকে মেধা, নিষ্ঠা আর স্বপ্ন দেখার সাহস।

    ১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন মোশাররফ করিম। তবে ২০০৪ সাল থেকে নিয়মিত অভিনয় জগতে কাজ করতে শুরু করেন এ শক্তিশালী অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। ওটিটিতেও বাজিমাত করেছেন তিনি। সেই সঙ্গে চলচ্চিত্রেও দাপট দেখিয়ে যাচ্ছেন। এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার ‘ইনসাফ’। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দিয়েও দর্শক মাতিয়েছেন এ গুণী অভিনেতা। সামনে একাধিক প্রজেক্ট হাতে রয়েছে মোশাররফ করিমের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন