ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে ইংল্যান্ড থেকে উড়ল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান


ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এমন এক সময়েই, বুধবার ভোরে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলের রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত চারটি এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দেয় বলে জানা গেছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব বিমানের সঙ্গে একটি জ্বালানি ট্যাংকার বিমানও আকাশে ছিল, যা বিমানগুলোর দীর্ঘপথে চলাচলের জন্য সহায়তা করে।ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। এমন প্রেক্ষাপটে জানা গেছে, ইরানের মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার সক্ষমতা সম্পন্ন বি-২ স্পিরিট বোম্বার বিমান মোতায়েন করা হয়েছে ভারত মহাসাগরের একটি ঘাঁটিতে, যেখান থেকে ইরানের দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার।
গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র অন্তত ৩০টি সামরিক বিমান ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে—যেমন স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে—স্থানান্তর করেছে। যদিও এই পদক্ষেপ সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে যুক্ত কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ সূত্র জানিয়েছে, ইসরায়েলের সম্ভাব্য অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নিতে পারে, লক্ষ্য হতে পারে ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।
এই উত্তেজনার মধ্যে বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরান ‘জায়নিস্টদের সঙ্গে কোনো আপস করবে না’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জায়নিস্টদের প্রতি কোনো করুণা দেখানো হবে না।” এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের এক সাম্প্রতিক মন্তব্যের পর খামেনির প্রথম প্রতিক্রিয়া।
এদিকে পরিস্থিতি ক্রমেই বিস্ফোরক হয়ে উঠছে। বুধবার ভোরে তেল আভিভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আইআরজিসি (ইরানের রেভলিউশনারি গার্ড কোর) দাবি করেছে, তারা হাইপারসনিক ‘ফাতাহ ওয়ান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই হামলায়, এবং হামলার আগে তেল আভিভের নাগরিকদের সতর্ক করে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, তারা মঙ্গলবার রাতেই ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারেও—তেলের দাম বেড়েছে, আর শেয়ারবাজারে দেখা গেছে পতনের ধাক্কা।
