বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

ঘরের মাঠে পাকিস্তান বধ, টাইগারদের সিরিজ জয়

ঘরের মাঠে পাকিস্তান বধ, টাইগারদের সিরিজ জয়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত মে মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ দল। সেবার স্বাগতিকদের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে সিরিজ হেরেছিল টাইগাররা। সেই পরাজয়ের ক্ষত এখনও ভুলে যেতে পারেনি শান্ত-লিটনরা। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশনে নেমে পুরোপুরি রূপ বদলে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সে টানা দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো একাধিক ম্যাচের কোনো টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারাল টাইগাররা।

এর আগে মোট ছয়বার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে পাঁচবারই জয়ী হয়েছিল পাকিস্তান। টাইগারদের একমাত্র জয় এসেছিল ২০১৫ সালে এক ম্যাচের একটি সিরিজে। এবার সেই পরিসংখ্যানে যুক্ত হলো নতুন অধ্যায়।

মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩৩ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। তবে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে ৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।

টালমাটাল শুরু, কিন্তু দৃঢ়তায় টিকে ছিল টাইগাররা

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ মাত্র ৩ রান করে বিদায় নেন দ্বিতীয় ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ২৫ রানের মধ্যে সাজঘরে ফেরেন লিটন দাস, হৃদয় ও ইমন। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা।

এরপর শেখ মাহেদী ও জাকের আলী মিলে ইনিংস মেরামতের কাজ করেন। মাহেদী করেন ২৫ বলে ৩৩ রান, আর জাকের শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৭ রানের কার্যকর ইনিংস খেলে দলকে পৌঁছে দেন লড়াকু সংগ্রহে। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। বাংলাদেশ শেষ পর্যন্ত করে ১৩৩ রান।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

শরিফুলের আগুন ঝরানো বোলিংয়ে আটকে গেল পাকিস্তান

১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ধসে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে তারা। শরিফুল ইসলাম দারুণ লাইন-লেন্থে বোলিং করে ফখর জামান ও আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে দেন।

পরবর্তীতে অধিনায়ক ও খুশদিল শাহ চেষ্টা করলেও রানের গতি বাড়াতে পারেননি। তবে ফাহিম আশরাফ লড়াই চালিয়ে যান। ৩২ বলে ৫১ রানের এক অসাধারণ ইনিংস খেলে শেষ পর্যন্ত আশার আলো জাগান তিনি। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে রিশাদের বলে বোল্ড হয়ে বিদায় নেন।

শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, কিন্তু শুরুতেই চার মারলেও দানিয়াল পরের বলেই ক্যাচ দিয়ে আউট হন। ফলে পাকিস্তান অলআউট হয় ১২৫ রানে এবং বাংলাদেশ জয় পায় ৮ রানে।

বাংলাদেশের হয়ে শরিফুল নেন ৩টি উইকেট, মাহেদী ও তানজিম সাকিব নেন দুটি করে। রিশাদ ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।

হোয়াইটওয়াশের দোরগোড়ায় বাংলাদেশ

এই জয়ে সিরিজ ২-০তে নিজেদের করে নিল বাংলাদেশ। এখন তৃতীয় ম্যাচে জয় পেলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন পূরণ হবে টাইগারদের। সেটি হবে আরেকটি ঐতিহাসিক মাইলফলক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: