বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

যুদ্ধ শুরুর ঘোষণা দিলেন খামেনি, পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধ শুরুর ঘোষণা দিলেন খামেনি, পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘোষণা দিয়েছেন, “আলীর (হায়দারের) নামে যুদ্ধ শুরু হলো।”

ইসলামের ইতিহাসে ‘হায়দার’ নামে পরিচিত ইমাম আলীকে শিয়া মুসলমানরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রকৃত উত্তরসূরি ও প্রথম ইমাম হিসেবে সম্মান করে থাকেন।

নিজ বার্তায় খামেনি বলেন, “সন্ত্রাসী জায়নবাদী শাসনের (ইসরায়েলের) বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে। আমরা তাদের প্রতি কোনো করুণা দেখাবো না।”

এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাও বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্যে জানান, “আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু এখনই তাকে হত্যা করবো না— অন্তত আপাতত নয়।”

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও লিখেন, “আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য ক্রমেই ফুরিয়ে আসছে। আশা করি বিষয়টি আপনারা গুরুত্বসহকারে নেবেন।”

আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, “আমরা এখন ইরানের আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।”

বিশ্লেষকরা মনে করছেন, উভয়পক্ষের এই বক্তব্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছানো সংকটকে আরও ঘনীভূত করেছে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন