বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

শপথ দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাকের হাজারো অনুসারীর অবস্থান

শপথ দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাকের হাজারো অনুসারীর অবস্থান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন জোরদার করেছেন তার সমর্থকরা।

বুধবার (২১ মে) টানা সপ্তম দিনের মতো তারা রাজধানীর মৎস্য ভবন মোড় থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন। এর আগে নগর ভবনের সামনে অবস্থান নিলেও এবার তারা স্থান পরিবর্তন করে মৎস্য ভবন এলাকায় অবস্থান শুরু করেছেন।

এই অবস্থান কর্মসূচির ফলে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনকারীরা বলছেন, শপথ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আজ বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে।

ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেয়ার কথা রয়েছে।

গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চায়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির সর্বশেষ নির্বাচন হয়। তাতে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিল। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: