মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

একাধিক সংস্কার প্রস্তাবে 'না' জানিয়ে ঐকমত্য কমিশনে ইসি'র চিঠি

একাধিক সংস্কার প্রস্তাবে 'না' জানিয়ে ঐকমত্য কমিশনে ইসি'র চিঠি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কয়েকটি প্রস্তাবে ভিন্নমত প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে এনআইডি সেবা ইসিতে রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনারের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে, সেটা কাম্য নয়। সীমানা নির্ধারণে আলাদা কমিশনের প্রয়োজন দেখছে না ইসি।

চিঠিতে বলা হয়, বিদ্যমান আইনের আওতায় সমস্যার সমাধান সম্ভব। নতুন আইনের প্রাসঙ্গিকতা নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন এক সঙ্গে সম্ভব না। নির্বাচন কমিশনের স্বাধীন সত্ত্বা আছে, নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন