মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
খালেদা জিয়ার সুস্থতা কামনায়

জাতীয়তাবাদী মটর চালক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাতীয়তাবাদী মটর চালক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় ঢাকা মহানগর উত্তর “বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দল” এর উদ্যোগে শনিবার ( ১৫ই মার্চ ) রাজধানীর মিরপুরের ১১নং সেকশনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মিরপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দলের যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল হোসেনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অথিতি হিশেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর উত্তরের  সভাপতি নূর মোহাম্মদ মির্জা । বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন মিরপুর থানার ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপন, জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতা মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । 


উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ৩ শতাধিক  রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় । এসময় প্রধান অথিতি নূর মোহাম্মদ মির্জা তার বক্তৃতায়  বলেন, বিএনপির ঈর্ষনীয় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় দিশাহারা হয়ে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিপক্ষ। তারা বিভিন্ন ভাবে  বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও যড়যন্ত্র করছে । বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করতে গিয়ে তারা দেশ, জনগণ ও গণতন্ত্রের ক্ষতি করছে। পতিত ফ্যাসিস্ট আ.লীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তাই  পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে । 


তিনি আরও বলেন, বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান । অপপ্রচার ও ষড়যন্ত্র করে কেউ বিএনপির অগ্রযাত্রা রোধ করতে পারবে না। 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ব্যাখ্যা  করে নূর মোহাম্মদ মির্জা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে গ্রাম ও শহরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে । দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সহনশীল থেকে নিজ নিজ এলাকার জনসাধারণের সাথে সম্পৃক্ত করে সুখ-দুঃখে তাদের পাশে থাকতে হবে । দলের ভাবমূর্তি বিনষ্ট বা জনসাধারণের কষ্ট বা ক্ষতি হয়, এমন ধরনের যে কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান করেন তিনি ।


নতুন/কাগজ/তানিয়া/ইসলাম/ঢাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: