বুধবার, ০৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাঁধ ভেঙে প্লাবিত ফেনী, ফের পানির নিচে লোকালয় গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু
  • ইমরান খানের পক্ষে ভোটের আহ্বানে এআই-নির্মিত ভাষণ

    ইমরান খানের পক্ষে ভোটের আহ্বানে এআই-নির্মিত ভাষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশে কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী তার পক্ষে জনগণকে ভোটের আহ্বান জানিয়েছেন।

    সোমবার ১৮ ডিসেম্বর আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রোববার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওই ভার্চুয়াল সমাবেশের সময় ইন্টারনেট বিঘ্নিত হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভার্চুয়াল সমাবেশের সময় এই অডিও ক্লিপটি ১.৪ মিলিয়নের বেশি মানুষ দেখেছে। এছাড়াও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কয়েক হাজার সরাসরি দেখেছে।

    অডিও ওই ক্লিপটিতে ৪ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘আমাদের লোকদের অপহরণ করা হচ্ছে এবং তাদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে।’ তিনি বলেন, আমাদের দলকে জনসভা করার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না।

    ইমরানের এই বক্তব্যটি কারাগারের অনুমতি নিয়ে একটি লিখিত বক্তব্য থেকে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়, লাইভস্ট্রিমিংয়ে এই বাধাগুলো আসন্ন নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। তবে, দেশব্যাপী ব্যবহারকারীরা ধীর ইন্টারনেটের গতি এবং থ্রটলিং এর অভিযোগ তুলে টেলিকম নিয়ন্ত্রকেরা অ্যাপগুলোতে স্ট্রিমিং বন্ধ করার জন্য একটি কৌশল ব্যবহার করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন