রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার প্রস্তুতি শেষ জলবায়ুর চ্যালেঞ্জে নারীর বিকল্প আয়ের পথ পরিবারকে দিচ্ছে নিরাপত্তা গুরুতর শারীরিক অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে নিতে সময় লাগছে: ডা. জাহিদ প্রাথমিক শিক্ষার অবস্থা হতাশাজনক : পররাষ্ট্র উপদেষ্টা ব্রাজিলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্সে জমে উঠল ঢাকার স্টেডিয়াম আর্জেন্টিনা–ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ ঘোষণা : বিশ্বকাপ ২০২৬ ৬ ডিসেম্বরের গুরুত্ব তুলে ধরলেন তারেক রহমান খালেদা জিয়ার লন্ডনযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আদ্দিস আবাবায় নতুন ই-পাসপোর্ট সুবিধা ভারত-রাশিয়ার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: মোদী
  • এশিয়ান কাপ বাছাইপর্বে ছেত্রী ছাড়া মাঠে নামবে ভারত

    এশিয়ান কাপ বাছাইপর্বে ছেত্রী ছাড়া মাঠে নামবে ভারত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। তবে ভারতীয় সমর্থকদের জন্য এটি এক বড় ধাক্কা—দলের সবচেয়ে অভিজ্ঞ ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী এবার থাকছেন না দলে।

    বুধবার (৫ নভেম্বর) ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে তার নাম রাখেননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের মুখ হিসেবে পরিচিত এই ফরোয়ার্ডের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

    ভারতের হয়ে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ছেত্রী কিছুদিন ধরেই ক্লান্তি ও ইনজুরির সমস্যায় ভুগছিলেন। কোচ জামিল জানিয়েছেন, “ছেত্রী বিশ্রামে আছেন। দলকে তরুণদের সুযোগ দিতে চাইছি, যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে।”

    বাংলাদেশ দলের পক্ষ থেকেও ছেত্রীর অনুপস্থিতিকে ‘স্বস্তিদায়ক’ বলা হলেও তারা প্রস্তুত সম্পূর্ণ শক্তি নিয়েই। বাংলাদেশ কোচ বলেছেন, “ছেত্রী না থাকলেও ভারত শক্তিশালী দল। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

    বাছাইপর্বের এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে, আর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত এক ঐতিহাসিক ভারত-বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষায়।

    এ ম্যাচটি গ্রুপ ‘সি’-এর নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাই থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ করে দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ভারতের প্রস্তুতি ক্যাম্প।

    ভারতের দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ। গোলরক্ষক হিসেবে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিলকে। ডিফেন্সে রয়েছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে।

    মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।

    এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল। বর্তমানে দুই দলই ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর, সমান ৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে হংকং।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন