ঢাকায় ডিএমপির পাঁচ কর্মকর্তার দায়িত্ব বদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুটি আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।
পদায়ন ও বদলির মাধ্যমে কর্মকর্তাদের দায়িত্ব ও তদারকি পুনর্বিন্যস্ত করা হয়েছে। কর্মকর্তাদের নতুন দায়িত্ব বিতরণ পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে। ডিএমপি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ নগরীর নিরাপত্তা, জনসেবা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও সমন্বয় আনবে।
পদায়ন করা কর্মকর্তারা হলেন, ডিএমপির পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগ) মুঈদ মোহাম্মদ রুবেল। তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) ও ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, আরেক আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে রমনা বিভাগের ধানমন্ডি জোনে ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে (ট্রাফিক) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে পদায়ন করা হয়েছে।