শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • ইমরান মাহমুদুলের লাল স্টুডিওর আবেগঘন স্মৃতি

    ইমরান মাহমুদুলের লাল স্টুডিওর আবেগঘন স্মৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তার সংগীত জীবনের কিছু আবেগপূর্ণ মুহূর্ত। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি তার ক্যারিয়ারের প্রথম দিকে ব্যবহৃত একটি ছোট কিন্তু গোছানো স্টুডিওর কথা স্মরণ করেছেন, যেখানে অনেক জনপ্রিয় গান রচিত হয়েছে।

    ইমরান তার পোস্টে উল্লেখ করেছেন, এটি ছিল তার প্রথম দিকের মোটামুটি গোছানো একটি স্টুডিও। এর আগে যে স্টুডিওটি তিনি ব্যবহার করতেন, সেটি সাউন্ড প্রুফ ছিল না। অবশ্য, এই স্মৃতির স্টুডিওটিও পুরোপুরি সাউন্ড প্রুফ ছিল না, বরং এটি ছিল সেমি সাউন্ড প্রুফ।

    নস্টালজিয়ায় ভেসে শিল্পী লিখেছেন, ‘লাল কাপড় দিয়ে আবৃত এই ষ্টুডিও এর আবেগ আর স্মৃতি এখনও মনে আছে।’ এই স্টুডিওর গুরুত্ব তুলে ধরে তিনি জানিয়েছেন, এখান থেকেই তৈরি হয়েছিল শ্রোতাপ্রিয় বহু গান। 

    এর মধ্যে রয়েছে: 'মানেনা মন' গানটি। পড়শি এবং তার গাওয়া আলোচিত গান 'জনম জনম'। পূজা এবং তার দ্বৈত গান 'কেনো বারে বারে'।  'তুমি' অ্যালবাম। ইলিয়াস-এর জনপ্রিয় 'না বলা কথা ২' অ্যালবাম। মিলন-এর একক অ্যালবামসহ আরও বহু গান।

    ইমরান পোস্টে আরও জানিয়েছেন, স্টুডিওটি ছিল মৌচাক-সিদ্ধেশ্বরী সংলগ্ন এলাকায়। শিল্পীর এই স্মৃতিচারণ ভক্তদের মধ্যে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। তারা কমেন্ট বক্সে নিজেদের প্রিয় গানের কথা উল্লেখ করে তাদের ভালো লাগা প্রকাশ করেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন