ভোলার ধনিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মিছিল

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের মাঠ থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মিছিলে নেতৃত্ব দেন ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর হাওলাদার ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন। এ সময় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তুলাতুলি সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় ধানের শীষ ছাড়া বিকল্প নেই, তাই ভোট বিপ্লব ঘটিয়ে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এবং বুঝিয়ে দিতে হবে গোলাম নবী আলমগীর সঠিক আর যোগ্য প্রার্থী ভোলা-১ (সদর) আসনে। বিএনপি সঠিক ব্যাক্তিকেই মনোনীত করেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন