রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

সরকারি এক সূত্রে জানা গেছে, সম্প্রতি পদে নিয়োগ পেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ডিএসসিসির প্রশাসক হিসেবে তার দায়িত্ব হবে নগর প্রশাসনের কার্যক্রম তদারকি, পরিকল্পনা বাস্তবায়ন এবং শহরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সুসম্পন্ন করা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মো. মাহমুদুল হাসানের অভিজ্ঞতা ও দক্ষতা শহরের প্রশাসনিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সহায়ক হবে। তাঁর নেতৃত্বে ডিএসসিসি শহরের পরিষেবা, যানজট নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মান উন্নয়নের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, “ঢাকার নাগরিকদের সেবা সর্বোচ্চ মানের করার লক্ষ্যে আমরা কাজ করব। নগরের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকে অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাকে কেন সরানো হলো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন