রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

বাজারমূল্যে ৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ছুঁলো এনভিডিয়া

বাজারমূল্যে ৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ছুঁলো এনভিডিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উত্থানে শেয়ারমূল্যে জোয়ার উঠেছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার। ইতিহাস সৃষ্টি করে প্রতিষ্ঠানটি প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূলধনের সীমা অতিক্রম করেছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের ব্যাপকতা বৃদ্ধিই এনভিডিয়ার এই অবিশ্বাস্য উত্থানের মূল কারণ।

বুধবার (২৯ অক্টোবর) কোম্পানিটির শেয়ারদর ৫.৬ শতাংশ বেড়ে ২১২ ডলারে পৌঁছায়। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকে এনভিডিয়ার ‘ব্ল্যাকওয়েল চিপ’ নিয়ে আলোচনা হতে পারে—এই খবরই শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এনভিডিয়া প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করার ঠিক তিন মাস পরই এই উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়। এ বছরের শুরু থেকে কোম্পানিটির শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ হলো ডেটা সেন্টারে ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং ও ইনফারেন্সসহ অন্যান্য কাজে ব্যবহৃত জিপিইউ-এর ব্যাপক চাহিদা।

বিনিয়োগকারীরা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের মঙ্গলবার দেওয়া মন্তব্যের পর আরও বেশি উৎসাহিত হন। তিনি জানান, কোম্পানিটি ৫০০ বিলিয়ন ডলারের এআই চিপ বিক্রির প্রত্যাশা করছে। 

এছাড়া এনভিডিয়া বর্তমানে নিরাপত্তা ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার তৈরি করছে, যেখানে হাজার হাজার এনভিডিয়া জিপিইউ ব্যবহার করা হবে। একই দিনে এনভিডিয়া আরও জানায়, তারা নোকিয়াতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং নোকিয়ার কিছু পণ্য ব্যবহার করে এআই-নেটিভ ফাইভজি-অ্যাডভান্সড ও সিক্সজি নেটওয়ার্ক চালু করতে চায় এনভিডিয়া প্ল্যাটফর্মে। 

সেপ্টেম্বরে এনভিডিয়া ঘোষণা করেছিল, তারা আগামী কয়েক বছরে ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে এবং তখন উভয় কোম্পানি জানিয়েছিল যে, তারা ওপেনএআইয়ের সিস্টেম চালানোর জন্য ১০ গিগাওয়াট ক্ষমতার এনভিডিয়া সিস্টেম স্থাপন করবে।


দৈএনকে/রে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন