শনিবার, ০৯ অগাস্ট ২০২৫
Natun Kagoj

গুইমারায় ইসলামী আন্দোলনের বিশেষ দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত

গুইমারায় ইসলামী আন্দোলনের বিশেষ দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের সুস্থতা এবং বীর শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখা।

বুধবার (৬ আগস্ট, ২০২৫) দুপুর ৩টা থেকে জালিয়াপাড়া সাংগঠনিক অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ মাগফার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলা সদস্য আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী। 

এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলাম এবং মিডিয়া সম্পাদক মোঃ আবু বকর অনুষ্ঠানে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, "জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণবিপ্লব কোনো সাধারণ আন্দোলন ছিল না। এটি ছিল জালিম শাহীর বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। 

এই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের মাধ্যমেই জাতি আজ মুক্তির নতুন স্বপ্ন দেখছে।"

বক্তারা আরও বলেন, "এই বিপ্লব প্রমাণ করে যে, অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ রুখে দাঁড়াতে জানে। আমরা শহীদের পরিবার ও আহতদের পাশে আছি। তাদের এই ত্যাগ আগামী দিনের সুন্দর ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের প্রেরণা জোগাবে।"

গণসমাবেশে বক্তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
আওয়ামী লীগ সরকার কর্তৃক আলেম-ওলামা ও ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার।
 স্বাধীন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ করা।
 সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।
 পার্বত্য অঞ্চলে প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা।
 পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন