সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • মানবতাবিরোধী অপরাধে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি

    মানবতাবিরোধী অপরাধে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই প্রথম রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তার উপস্থিতি ঘিরে ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। তবে, তাকে হাতকড়া পরানো হয়নি।

    আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে এদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। মামলাটি চলছে শেখ হাসিনার অনুপস্থিতিতে।

    ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার সর্বশেষ ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হলেও তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুসারে বিচার প্রক্রিয়া একতরফাভাবে চলবে।

    মামলাটিতে আরও যারা সাক্ষ্য দেবেন তাদের মধ্যে রয়েছেন: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা এবং 'জুলাই আন্দোলনে' হতাহতদের পরিবারের সদস্যরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন