শনিবার, ০২ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ৩ আগস্ট ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে ড. মঈন খান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের পরিণত আত্মপ্রকাশ টিউলিপের আইনজীবীকে মামলার তথ্য দেয়নি বাংলাদেশ: স্কাই নিউজ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানো স্বস্তিদায়ক অগ্রগতি: আমীর খসরু দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন পরমাণু প্রযুক্তিতে ইরানের অগ্রগতি অব্যাহত: আব্বাস আরাগচি সিলেটে দুর্বৃত্তদের হামলায় দুই খাসিয়া পরিবারের জুমবাগানে ব্যাপক ক্ষতি রাজধানীর বাজারে সবজির দাম বাড়তি, বেগুন ও বরবটি শীর্ষে ক্ষুধার্ত শিশু আমিরকে ত্রাণ কেন্দ্রে গিয়েই গুলি করলো ইসরায়েল
  • জবাবদিহিমূলক সরকার এখন সময়ের দাবি: আমীর খসরু

    জবাবদিহিমূলক সরকার এখন সময়ের দাবি: আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান সংকট নিরসনে জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার এখন সময়ের দাবি। 

    রংপুর বিভাগের পিছিয়ে পড়া অর্থনীতি, বিনিয়োগ স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতীয়ভাবে চিন্তা ও উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না নিলে দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি । 

    বৃহস্পতিবার (৩১ জুলাই), রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    আমীর খসরুর বলেন, দেশে এখন যে শাসনব্যবস্থা চলছে, তা জনগণ কিংবা ব্যবসায়ী সমাজের জন্য নয়। এই সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসন ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। একদিকে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, অন্যদিকে অর্থনীতির গতি থেমে যাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন।

    তিনি আরও বলেন, এই সরকার অনির্বাচিত হওয়ায় তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। ফলে জনস্বার্থ উপেক্ষিত থাকছে। অথচ একটি নির্বাচিত সরকার জনগণের দাবি-দাওয়ার প্রতি সংবেদনশীল থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতাই দেশি-বিদেশি বিনিয়োগের ভিত্তি তৈরি করে।

    সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি এমদাদুল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু এবং বিভাগের আট জেলার চেম্বার নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও।

    তিনি বলেন, রংপুর বিভাগ অর্থনৈতিকভাবে এখনো দেশের অন্যতম পশ্চাৎপদ অঞ্চল। এখানকার সম্ভাবনাগুলো কাজে লাগাতে হলে সরকারকে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করতে হবে এবং রাজনৈতিক অস্থিরতা দূর করতে হবে।

    আমীর খসরু আশাবাদ ব্যক্ত করেন, স্বৈরাচার পলায়নের পর মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা এখন বাস্তবায়ন দেখতে চায়, খালি প্রতিশ্রুতি নয়। 

    বিএনপি সেই বাস্তবতার আলোকে পরিকল্পনা করছে। উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে বড় আকারে বিনিয়োগ করা হলে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সম্ভব।

    সভা শেষে বিএনপি নেতারা জানান, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। তাঁদের লক্ষ্য রংপুর বিভাগকে দেশের অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত করা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন