ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ইউপি সদস্য গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাতে কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন (৫৮) এবং বায়েক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম (৫৫)। বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের।
তিনি জানান, নিরাপত্তামূলক অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন, সেই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই ইউপি সদস্যকে বুধবার (৩১ জুলাই) আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে চলমান মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
