বুধবার, ৩০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক ২০২৬ বিশ্বকাপের ড্র নিয়ে ফিফার ঘোষণা: সময় ও স্থান নির্ধারিত নারীকে গাছে বেঁধে চুল কেটে-জুতার মালা পরিয়ে নির্যাতন রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার রাশিয়ার উত্তর কুরিলস্কে ভূমিকম্প ও সুনামির জেরে জরুরি অবস্থা জারি জাল ও বেআইনি রায়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি: প্রধান উপদেষ্টা ভোলার সাবেক ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা দেলোয়ারের কালো ইতিহাস জুলাই সনদের খসড়া মেনে নেবে না এনসিপি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ
  • চট্রগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম

    চট্রগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

    ‎মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০-এ  চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজ স্ক্যানিংয়ে এসব পণ্যের অস্তিত্ব ধরা পড়ে।

    ‎আবুধাবি থেকে আসা দুই যাত্রী হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান।

    ‎বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের ১৯০ কার্টন বিদেশি সিগারেট এবং পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ ৯২০ পিস ‘ডিউ ক্রিম’ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।

    ‎তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। 

    তিনি বলেন, ‘যাত্রীদের পাসপোর্ট নথিভুক্ত করে সতর্ক করা হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের চোরাচালান রোধে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি আরও বাড়ানো হবে।’

    ‎বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত ও বিমানবন্দর দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে স্ক্যানিং, গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন